সাটুরিয়ায় ভেজাল দুগ্ধজাত পন্য প্রক্রিয়াজাতকারক তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল দুগ্ধজাত পন্য প্রক্রিয়াজাতকারক তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকায় সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত তদারকি মূলক অভিযানকালে এই জরিমানা করা হয়। এসময় অবৈধ প্রক্রিয়ায় ছানা তৈরি দায়ে জীবন দাসকে ১০০০০ টাকা, অসীম ঘোষকে বোতলজাত ঘি -এ উৎপাদনের তারিখ, মেয়াদ, মূল্য ইত্যাদি উল্লেখ না রাখায় ৫০০০ টাকা এবং প্রাণ গোপাল ডেইরি ফুডকে বোতলজাত ঘি -এ উৎপাদনের তারিখ, মেয়াদ, মূল্য ইত্যাদি উল্লেখ না রাখায় ৫০০০ টাকাসহ ০৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযান নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা। অভিযানে সহযোগিতা করেন আনসার ব্যাটেলিয়ান মানিকগঞ্জ এবং সাটুরিয়া উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন ঝর্না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা, জানান জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Comments