Image description

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট)  সকাল ৯টা ২৫ মিনিটে সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে তিনি প্রবেশ করেন। বৈঠকটি শুরু হয় সকাল সাড়ে ১০টায়, সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের পঞ্চম তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে।

উপদেষ্টা পরিষদের এই বৈঠককে কেন্দ্র করে সচিবালয় এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়। ১ নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। সেখানে সোয়াত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সচিবালয়ের ভেতরে ও বাইরে বিজিবি, র‍্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্টিকারযুক্ত গাড়িগুলোকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। বেলা ১১টা পর্যন্ত সাংবাদিকদেরও প্রবেশ সীমিত ছিল।

নতুন নির্মিত ১ নম্বর ভবনটিকে ঘিরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভবনটির সামনে বসানো হয়েছে আর্চওয়ে এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এটি প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসা। এর আগে গত বছরের ২০ নভেম্বর তিনি উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেছিলেন। তবে নতুন ১ নম্বর ভবনে এটাই প্রথম বৈঠক। বৈঠক শেষে ড. ইউনূস জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে পারেন বলে জানা গেছে। সেখানে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে দিকনির্দেশনা দিতে পারেন।