
দেশের সব ইবতেদায়ি মাদরাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। আগামী ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মোট ৫০০ নম্বরের পরীক্ষা হবে, যেখানে প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বর বরাদ্দ থাকবে। বিষয়গুলো হলো—কুরআন মাজিদ এবং আকাইদ ও ফিকহ (একত্রে), আরবি প্রথম ও দ্বিতীয় পত্র (একত্রে), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান (একত্রে)।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ও সংযুক্ত ইবতেদায়ি শাখার শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে একটি মাদরাসার পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষায় অংশ নিতে পারবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা একটি স্মারকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খুব শিগগিরই পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হবে।
Comments