Image description

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী মাসে আমেরিকা যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে তাঁর। কয়েকটি সূত্রের কথা উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের করা প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আজ বুধবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে মন্তব্যের অনুরোধ করা হলেও তারা কিছু বলেনি। বিষয়টির সঙ্গে যুক্ত একজন ভারতীয় কর্মকর্তা বলেছেন, এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি মোদি আমেরিকা যাবেন কিনা, সেটিও এখনো নিশ্চিত নয়।

মাত্র কয়েকদিন আগেই রুশ তেল আমদানির ‘শাস্তি হিসাবে’ ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছেন ট্রাম্প (২৫ শতাংশের সঙ্গে আরও ২৫ শতাংশ)। তিনি জানিয়ে দিয়েছেন, বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনো আলোচনা হবে না। যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হয়, ততদিন আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। এ পরিস্থিতিতে ‘বন্ধু’ ট্রাম্পের সঙ্গে মোদির একান্ত বৈঠকে বরফ গলতে পারে বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হবে ৯ সেপ্টেম্বর। তবে মূল পর্বে নেতারা কথা বলবেন ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর।