
বগুড়ার একটি পেট্রলপাম্পের কর্মকর্তা ইকবাল হোসেনকে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ রাকিবুল ইসলাম রতন (২৬) নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে।
শনিবার রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে এই হত্যাকাণ্ড ঘটে। এরপর থেকে পলাতক ছিলেন রাকিবুল। পরের দিন রোববার রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল স্বীকার করেছেন যে, তিনি ঘুমন্ত অবস্থায় ইকবালকে হাতুড়ি দিয়ে হত্যা করেছেন। তিনি আরও দাবি করেন, তেল চুরির মিথ্যা অপবাদ দিয়ে মারধরের প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। হত্যার পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments