Image description

হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে সরকারি ৬টি পরিণত কাঁঠাল গাছ কেটে ফেলা হয়েছে। হঠাৎ দরপত্র ছাড়াই গাছ কর্তনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে সরকারি ৬টি পরিণত কাঁঠাল গাছ কেটে ফেলা হয়েছে। হঠাৎ দরপত্র ছাড়াই গাছ কর্তনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা হাসপাতালে গিয়ে কাঁঠাল গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের মসজিদের সামনে বহুদিনের পুরনো ও ফলদায়ক ৬টি কাঁঠাল গাছ ছিল। হঠাৎ করেই রাতের আঁধারে কে বা কারা গাছগুলো কেটে নিয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ হেল মারুফ ফারুকী সাংবাদিকদের বলেন, “আমি বিষয়টি জানতাম না। কয়েকজনের মুখে গাছ কাটার কথা শুনেছি। হাসপাতাল মসজিদের ইমামসহ দুজনকে শুধু বাড়তি ডালপালা ছাঁটার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু গাছ কাটা অনুমোদিত ছিল না। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তবে হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা সুফি মিয়া গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, “মসজিদের সামনে লেবু বাগান তৈরির সিদ্ধান্ত হয়েছিল। গাছের ছায়ার কারণে বাগান তৈরি সম্ভব হচ্ছিল না, তাই গাছগুলো কেটে ফেলা হয়েছে। বিক্রির টাকা মসজিদের উন্নয়নে ব্যয় করা হবে।”

অপ্রকাশ্যে গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অনেকেই সরকারি সম্পদ এভাবে নষ্ট হওয়ার বিষয়টিকে অনিয়ম ও দুর্নীতি হিসেবে আখ্যা দিয়েছেন।