
আগামী দিনে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার মূল চালিকাশক্তি হবে দেশের তরুণ সমাজ, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। একই সঙ্গে তিনি ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন সকল ছাত্র-ছাত্রীদের প্রতি।
সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বিকশিত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন ফারুক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া ছাত্রদল অতীতে রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে প্রমাণ করেছে তারা দেশপ্রেমে আপোষহীন। খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনায় ছাত্রদল আগামীকাল ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে। আমি সকল শিক্ষার্থীকে আহ্বান জানাই, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস রেখে ছাত্রদলকে বিজয়ী করুন।"
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের রূপরেখা বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যেই সুস্পষ্টভাবে রয়েছে। সেই ভবিষ্যতের নেতৃত্ব দেবে ছাত্রদল। তারেক রহমান হচ্ছেন স্মার্ট বাংলাদেশের রূপকার। তরুণ সমাজের সাহস, মেধা ও নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।"
আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে ফারুক বলেন, “গত ১৬ বছরে গণতন্ত্র, বিচার বিভাগ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা স্তব্ধ করে দিয়েছে আওয়ামী লীগ। দেশে আজ কোনো কার্যকর নির্বাচনী ব্যবস্থা নেই। দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে নস্যাৎ করা হচ্ছে।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, ইনশাআল্লাহ। সেই নির্বাচন হবে একটি ইন্টারিম সরকারের অধীনে।"
বিএনপি নেতার দাবি, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন কেবল প্রযুক্তি নির্ভর রাষ্ট্র গঠনের কথা নয়, বরং এর অর্থ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ। আর সেই ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপনেই ছাত্রদলের ভূমিকা হবে অগ্রগণ্য।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বিকশিত ফাউন্ডেশনের সভাপতি ইব্রাহিম, বিএনপির তথ্য ও প্রযুক্ত বিষয়ক সহ সম্পাদক সাইফ আলী খান, সংগঠনের সিনিয়র নেতা সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Comments