
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশ থেকে মোট ১ হাজার ৬৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান চলাকালে বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ১২৪ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও, অন্যান্য ঘটনায় আরও ৫৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে পুলিশ যেসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে, ১টি বিদেশি পিস্তল, ১টি এয়ারগান, ১টি ম্যাগাজিন, ৯৩টি এয়ার পিস্তলের গুলি, ১টি টিপ চাকু, ১টি বার্মিজ চাকু, ৭ রাউন্ড গুলি।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে যে, এই বিশেষ অভিযান চলমান থাকবে।
Comments