
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তার অ্যাকাউন্ট একবার ডিজেবল করে দেওয়া হলেও পরে তা পুনরুদ্ধার করা হয়। তবে পুনরায় তা নিষ্ক্রিয় হয়ে গেছে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি এটিকে একটি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন এবং এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
আবিদের ফেসবুক অ্যাকাউন্টের এই অবস্থা নিয়ে ছাত্রদলের সাধারণ সদস্য ও সমর্থকেরাও এটিকে ষড়যন্ত্র মনে করছেন। রাকিবের ফেসবুক পোস্টে মন্তব্যকারীরা এই ঘটনার জন্য প্রতিপক্ষ শিবিরের একটি চক্রকে দায়ী করছেন।
রাকিবুল ইসলাম তার পোস্টে বলেন, "বাংলাদেশ বিরোধীরা কখনোই বিজয় হতে পারে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।" তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাধীনতা বিরোধীদের রুখে দেওয়ার এবং ছাত্রদলের প্যানেলকে ভোট দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।
Comments