
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের হেফাজতে থাকা এক যুবকের মৃত্যুর ঘটনায় স্থানীয়রা থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। এ ঘটনার পর তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, থানা হেফাজতে দুর্জয় চৌধুরী নামে এক যুবক আত্মহত্যা করেছেন। এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এএসআই মোহাম্মদ হানিফ মিয়া, কনস্টেবল মহি উদ্দিন ও ইশরাক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে দুর্জয়কে তার বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে ২ লাখ ৮৩ হাজার টাকা জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। শুক্রবার ভোরে থানা হাজতের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ করেন। চকরিয়া ইমাম সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান এবং প্রশ্ন তোলেন, “প্রিজন সেলে কিভাবে মানুষ মারা যায়? সে ফাঁসি খেয়েছে, নাকি তাকে ফাঁসি দেওয়া হয়েছে?”
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাশ জানান, দুর্জয়ের চলাফেরা ও অন্যান্য কার্যক্রম থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিম উদ্দিন চৌধুরী বলেন, এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনেই আসল ঘটনা বেরিয়ে আসবে।
Comments