Image description

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে এক যুবকের ঝুঁকিপূর্ণ বাইক স্ট্যান্টের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার বিকেলে এক মিনিট সাত সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় যুবকটি চলন্ত মোটরসাইকেলের ওপর দাঁড়িয়ে কসরত করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই এর সমালোচনা করে একে ঝুঁকিপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। তারা বলছেন, এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম ইলিয়াস এবং তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে ঘুরতে এসে এই স্ট্যান্টটি করেছেন। ভিডিওতে ইলিয়াস বলেন, টানেল সড়কে এটিই প্রথম বাইক স্ট্যান্ট।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, তারা বিষয়টি খতিয়ে দেখছেন।