ঢাবির ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে অবন্তী-ইতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ঢাবি শাখা)।
শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখাসমূহের বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে, এবং নতুন ১৮টি হল শাখার কমিটি গঠিত হয়েছে।
এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অনুমোদন করেছেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
৪ সদস্য বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার আহ্বায়ক মালিহা বিনতে খান (অবন্তী) এবং সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস ইতি।
সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস ইতি মানবকন্ঠকে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শকে অনুসরণ করতে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হয়েছি। ছাত্রদলের পক্ষ থেকে আজ অফিসিয়ালি দায়িত্বপ্রাপ্ত হয়ে আরও বেশী নিজেকে অনুপ্রাণিত মনে হচ্ছে।
আহ্বায়ক মালিহা বিনতে খান (অবন্তী) মানবকন্ঠকে বলেন, আমার রাজনৈতিক জীবনের প্রথম অনুপ্রেরণা আমার বাবা। তার রাজনৈতিক আদর্শেই আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান। শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার দৃঢ়প্রত্যয় এবং দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ গড়ার ৩১ দফা বাস্তবায়নে যেন ভূমিকা রাখতে পারি।
প্রসঙ্গত, ১৮টি আবাসিক হলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার পর পদ পাওয়া অনেকের বিরুদ্ধে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, যা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি।
শুক্রবার বিকেলে ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন হল শাখাসমূহের নবগঠিত আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কারো কারো বিষয়ে তথ্য গোপন রেখে সংগঠনে যুক্ত হওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আনীত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন তৈরি করার জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Comments