
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজার সংলগ্ন ব্রিজের পূর্ব পাশে বিএনপি নেতা শাহিরুল ইসলামের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাওয়া-দাওয়া শেষে শাহিরুল ইসলামের পরিবার ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে একজন ১৩-১৪ বছরের কিশোর টিনের চালার ওপর দিয়ে ঘরে প্রবেশ করে সামনের দরজা খুলে দেয়। এরপর মুখোশধারী ১৫-২০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে ঘরে ঢুকে পরিবারের সকল সদস্যের হাত-পা বেঁধে জিম্মি করে। তারা মোবাইল ফোন, ৬-৭ ভরি স্বর্ণালঙ্কার এবং বৃহস্পতিবার ব্যাংক থেকে তোলা ৯ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগী শাহিরুল ইসলাম জানান, রাত ২টার দিকে ডাকাতরা ঘরে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। আলমারির চাবি দাবি করলে তিনি চাবি অফিসে থাকার কথা বলেন। এরপর তারা তাকে মারধর করে এবং তার স্ত্রীর কাছ থেকে চাবি নিয়ে আলমারির মালামাল তছনছ করে। ডাকাত দলটি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
দশমিনা থানার ওসি আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments