শিবগঞ্জে প্রেমিকের সঙ্গে বিয়ে না দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের আলমপুর গ্রামে প্রেমিকের সঙ্গে বিয়ে না দেওয়ায় পরিবারের ওপর অভিমান করে সুমাইয়া আক্তার রিমু (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত সুমাইয়া আক্তার রিমু আলমপুর গ্রামের বাসিন্দা এনামুল হক মন্ডলের মেয়ে এবং মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় মেম্বার সুজা মিয়া জানান, রিমুর পার্শ্ববর্তী রহবল পূর্বপাড়া গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তারা গোপনে এক মৌলভীর মাধ্যমে বিয়ে করেছিলেন। পরিবার বিষয়টি জানতে পেরে তাকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে রিমু অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনছার আলী মানবকণ্ঠকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ইউডি মামলা দায়ের করে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments