ক্ষেতলালে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা

জয়পুরহাটের ক্ষেতলাল সদরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে মিজানুর রহমান চৌধুরী (৬০) গুরুতর আহত হয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনায় উভয় পক্ষ ক্ষেতলাল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, ক্ষেতলাল সদরের বাসিন্দা সৈয়দ আলী মর্তুজা চৌধুরী রবিন ও মিজানুর রহমান চৌধুরীর মধ্যে পূর্ব শত্রুতার জেরে শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকালে ক্ষেতলাল সাব রেজিস্ট্রার অফিসের সামনে তর্কাতর্কি হয়। একপর্যায়ে রবিন চৌধুরী গালিগালাজ করলে মিজানুর তার স্ত্রী রোকসানা ও শেলক মাসুদকে নিয়ে মন্ডল ট্রেডার্সের সামনে রবিনের ওপর হামলা চালান। এতে রবিন আহত হলে স্থানীয়রা তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে একই দিন সন্ধ্যায় চিশতিয়া হোটেলের সামনে আবারও দুই পক্ষের সাক্ষাৎ হলে রবিন ও তার ছেলে মিজানুরের ওপর হামলা চালিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত মিজানুরকে স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
সৈয়দ আলী মর্তুজা চৌধুরী রবিন অভিযোগ করে বলেন, “মিজানুর আমাকে সামাজিকভাবে হেয় করতে বিভিন্ন অসামাজিক কথা বলে আসছিলেন। প্রতিবাদ করায় তারা আমার ওপর লোহার রড দিয়ে হামলা করে।”
মিজানুরের স্ত্রী রোকসানা বলেন, “রবিন আমার স্বামীকে নিয়ে অপবাদ দিয়ে আসছিল। ঘটনার দিন তারা আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে মারধর করে এবং আমাকে ধাক্কা দিয়ে গলার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। আমি এর বিচার চাই।”
ক্ষেতলাল থানার ওসি মো. আব্দুল করিম জানান, মারামারির ঘটনায় উভয় পক্ষের পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments