Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিরল প্রজাতির বৃক্ষরোপণের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া এলাকায় মাতৃভাষা ও সংস্কৃতির কুড়মালি ভাষার পাঠশালায় “পরিবেশ ও প্রকৃতির পাঠশালা” নামক বিদ্যালয়ের পরিচালক মাহবুব পলাশের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন মোট ৭৪টি গাছ রোপণ করা হয়, যার মধ্যে ৪টি বিরল প্রজাতির কারাম গাছ ছাড়াও জলপাই, সিভিট, কাঠবাদাম, পলাশ, সোনালু ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির গাছ অন্তর্ভুক্ত ছিল। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আদিবাসী সংস্কৃতি ও প্রকৃতি সংরক্ষণের বার্তা সবার মাঝে পৌঁছে দেওয়া হয়।

পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুবুল ইসলাম পলাশ বলেন, “আমরা শুধু গাছ রোপণ করছি না, বরং আদিবাসী ঐতিহ্য, সংস্কৃতি এবং পরিবেশবান্ধব ভবিষ্যতের বীজ বপন করছি।” পরিবেশ কর্মীরা জানান, এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং আদিবাসী ঐতিহ্য পুনরুদ্ধারের এক অনন্য পদক্ষেপ।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।