
পটুয়াখালীর দুমকিতে ৬৫০ পিস ইয়াবাসহ জিয়াউর রহমান জিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) গভীর রাতে পায়রা সেতুর টোল প্লাজায় চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়াউর রহমানের গ্রামের বাড়ি কক্সবাজারের সুগন্ধা লাইট হাউস, ১২ নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম খুকু হাওলাদার ওরফে মনির। বর্তমানে তিনি পটুয়াখালী সদর থানার মৌকরণের পিয়ারপুর এলাকায় বসবাস করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর শনিবার (৯ আগস্ট ২০২৫) সকালে আসামিকে পটুয়াখালী আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Comments