Image description

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে গোল বন্যায় ভাসিয়েছে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে লাওসের জালে তিন গোল দিলেও আজ  পূর্ব তিমুরের জালে আট গোল দেন তৃষ্ণা রানীরা। ফলে বাঘিনীরা টুর্নামেন্টের মূল পর্বে যাওয়ার পথে নিজেদের অবস্থান আরও সুসংহত করল। এই দাপুটে জয়ে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী, আর ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল শান্তি মার্ডির সরাসরি কর্নার থেকে করা অলিম্পিক গোল।

লাও ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন খাতুন এবং তৃষ্ণা রানীর গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের দাপট অব্যাহত থাকে এবং তৃষ্ণা রানী আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এছাড়া সাগরিকা ও মুনকি আক্তার একটি করে গোল যোগ করলে ৮-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয়।

আগামী ১০ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। এই বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা তিনটি রানার্স-আপ দল পরবর্তী রাউন্ডে জায়গা করে নেবে।