
ব্রিটিশ অভিনেত্রী ও কমেডিয়ান এমা থম্পসন সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার তাকে ডেটের প্রস্তাব দিয়েছিলেন। তিনি জানান, ট্রাম্প তাকে ফোন করে তার একটি সুন্দর বাড়িতে রাতে ডিনার করার জন্য আমন্ত্রণ জানান।
এমা থম্পসন বলেন, তিনি প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো মজা করছে। পরে ট্রাম্প সরাসরি তার একটি বাড়িতে থাকার এবং একসাথে ডিনার করার প্রস্তাব দেন। এমা জানান, ওই দিনই তার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছিল। তিনি অনুমান করেন, ট্রাম্পের কিছু লোক হয়তো সদ্য বিবাহবিচ্ছেদ হওয়া নারীদের খুঁজছিল এবং এভাবেই তার নম্বর পেয়েছিল। তিনি ট্রাম্পের সেই প্রস্তাব এড়িয়ে যান।
রাজনীতির ওপর হাস্যরসাত্মক মন্তব্য করার জন্য পরিচিত এমা থম্পসন বলেন, তিনি একসময় মার্গারেট থ্যাচারকে হারপিস রোগের সঙ্গে তুলনা করে কৌতুক করেছিলেন, যা আজও সত্য বলে তিনি মনে করেন।
সম্প্রতি লোকার্নো চলচ্চিত্র উৎসবে ব্রায়ান কার্ক পরিচালিত 'ডেড অফ উইন্টার' ছবির বিশেষ প্রদর্শনীর পর তিনি ‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ পেয়েছেন। এই পুরস্কার পেয়ে তিনি এতটাই অবাক এবং আনন্দিত হয়েছিলেন যে, প্রায় অবশ হওয়ার মতো অবস্থা হয়েছিল।
Comments