
ভ্যান চোর সন্দেহে রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন রুপলাল দাস (৪০) এবং তার ভাগনির স্বামী প্রদীপ দাস (৩৫)। পরিবার ও পুলিশের তথ্য অনুযায়ী, রুপলাল দাসের মেয়ের বিয়ের কথা চলছিল। প্রদীপ দাস নিজের ভ্যান নিয়ে মিঠাপুকুর থেকে তারাগঞ্জে রুপলালের বাড়িতে যাচ্ছিলেন। রাস্তা চিনতে না পারায় তিনি রুপলালকে ফোন করেন। এরপর রুপলাল তাকে আনতে গেলে বটতলা এলাকায় স্থানীয় কিছু লোক ভ্যান চোর সন্দেহে তাদের থামান।
২৮ জুলাই ওই এলাকায় এক শিশু হত্যা করে ভ্যান চুরির ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ ছিলেন। প্রদীপ দাসের ভ্যানে কিছু চোলাই মদের বোতল দেখে তাদের সন্দেহ আরও বাড়ে। অজ্ঞান করে ভ্যান চুরির অভিযোগে তাদের মারধর শুরু করা হয়। পরে তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুপলালকে মৃত ঘোষণা করেন। প্রদীপকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোরে তিনিও মারা যান।
নিহত রুপলাল দাসের ভাই খোকন দাস এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রুপলালের মা লালিচা দাস বলেন, তার ছেলে জুতা সেলাই করে সংসার চালাত এবং সে কোনো চোর ছিল না। তিনি এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments