
ফরিদপুরের সদরপুরে বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নাজিম মোস্তফা নোবেল মুন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১০ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মুন সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ডাক্তার বাজার এলাকায় একটি বাইসাইকেলের সঙ্গে মুনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আটরশি হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় মুনের পরিবার ও সতেররশি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, মুন ছিলেন পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, এবং তার এই অকাল মৃত্যু সবাইকে মর্মাহত করেছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি দুর্ঘটনা। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
Comments