Image description

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা এখন আর কেউ বলছেন না। তিনি বলেন, “একটা সময় অনেকে বলেছিল, এই সরকারকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই। কিন্তু এখন একজনের মুখেও এ কথা শুনিনি। মানুষ বুঝতে পারছে, এই সরকারের পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, “এই সরকারের কোনো রাজনৈতিক দল নেই। আমরা সবাই মিলে তাদের সহযোগিতা করছি। তবে কিছু দল বা ব্যক্তি, যারা সরকারের সুবিধাভোগী, তারা দীর্ঘমেয়াদি সরকার চেয়েছিল।”

তিনি জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গণ অধিকার পরিষদসহ সাতটি রাজনৈতিক দলের বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু কিছু রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্যের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত। এর দায় দলগুলোকেই নিতে হবে।”

জাতীয় পার্টির বিচার প্রসঙ্গে রাশেদ খান বলেন, “আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল যারা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছে, তাদের বিচার হতে হবে। জাতীয় পার্টির পক্ষে কেউ প্রকাশ্যে অবস্থান নিলে বাংলাদেশে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না।”

বিরোধী দল নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “কে বিরোধী দল হবে, তা জনগণ ঠিক করবে। গোয়েন্দা সংস্থা বা কোনো দল যদি ভারতের চাওয়া অনুযায়ী জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চায়, তা সম্ভব নয়।”