Image description

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের চর-গঙ্গমতি এলাকায় ১০ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। ডলফিনটির মাথা ও শরীরে ক্ষত এবং চামড়া উঠে যাওয়া অবস্থায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এটি দেখতে পান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা)-এর সদস্যরা।

উপরার আহবায়ক আবুল হোসেন রাজু জানান, “বন পরিদর্শন শেষে ফেরার পথে আমাদের টিম জঙ্গলের ভেতর ডলফিনটি দেখতে পায়। সকালের জোয়ারে এটি ভেসে এসেছে বলে মনে হচ্ছে। এই ইরাবতী ডলফিন দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগরের নদীমোহনায় প্রায়শই দেখা যায়।”

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, “চলতি বছরে এ পর্যন্ত ৯টি ডলফিন ভেসে এসেছে। পরিবেশ সংগঠনগুলোর সহযোগিতায় এটি মাটিচাপা দেওয়া হয়েছে। আমরা কর্তৃপক্ষের কাছে ডলফিনের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের আবেদন জানাচ্ছি।”

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের গবেষক সাগরিকা স্মৃতি জানান, “বর্ষা মৌসুমে ডলফিনের মৃতদেহ ভেসে আসা সাধারণ। তবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী সামুদ্রিক প্রাণী রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলো এগিয়ে না আসলে এ সমস্যার সমাধান হবে না।”

মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা একেএম মনিরুজ্জামান বলেন, “ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে খবর পেয়ে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে দুর্গন্ধ না ছড়ায়।”