Image description

ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান দাবি করেছেন, বাংলাদেশের জনসংখ্যার চেয়ে শিবিরের বট আইডি বেশি। তিনি বলেন, “শিবিরের ১০ জন লোক থাকলেও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে ১০ হাজার কমেন্ট আসে। এই লোকগুলো কোথা থেকে আসে, জান্নাত না জাহান্নাম, জানি না।” তিনি শিবিরকে তাদের প্রকৃত লোকবল প্রকাশ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, রাবির বামপন্থীদের মধ্যেও শিবির ঢুকে পড়েছে।

রাবির ছয়টি হলে ছাত্রীদের কমিটি না দেওয়ার প্রশ্নে আমান বলেন, “রাবির রাজনীতি অন্যান্য ক্যাম্পাস থেকে আলাদা। হল প্রভোস্টরা ছাত্রীদের ইসলামী ছাত্রী সংস্থায় যোগ দিতে চাপ দেন। ছাত্রদলে যোগ দিতে চাওয়া ছাত্রীরা ভয়ে আসছে না।”

এর আগে, রাবির জুলাই ৩৬ আবাসিক হলে রাত ১১টার পর প্রবেশ করায় ৯১ ছাত্রীকে হল প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে ডেকে পাঠায়। এ ঘটনায় তৈরি ফটোকার্ডের নিচে শাহ মখ্দুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান মিলন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এর জেরে তাকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পর রাবি শাখা ছাত্রদলের তদন্ত কমিটি জানায়, আনিসুর রহমান সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়ে ফোন বন্ধ করে দেন, যা তার ইচ্ছাকৃত মন্তব্যের প্রমাণ।