শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল-অবকাঠামো সংকট, রোগীদের ভোগান্তি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও অবকাঠামোগত সংকটে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) হঠাৎ পরিদর্শনে এসে এ চিত্র দেখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী, তাদের স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, প্রায় পাঁচ লাখ মানুষের সেবার জন্য মাত্র ৫০ শয্যা ও অপ্রতুল চিকিৎসক রয়েছে। ফলে চিকিৎসকদের দ্বিগুণ দায়িত্ব পালন করতে হচ্ছে, যা সেবার মানকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।
প্রীতম দাশ আরও বলেন, “হাসপাতালে নিরাপত্তা প্রহরী নেই, বহিরাঙ্গনে অতিরিক্ত বেড থাকলেও ফ্যান নেই, লাইট নষ্ট হওয়ায় অন্ধকারে ভোগান্তি পোহাতে হচ্ছে। শিশু ওয়ার্ডের দেয়ালে ফাটল ও বৃষ্টির সময় পানি ঢোকার ঝুঁকি রয়েছে।”
তিনি জোর দিয়ে বলেন, “চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু জনবল ও অবকাঠামোর সংকট সমাধান না হলে বড় ধরনের অচলাবস্থা তৈরি হবে।” এনসিপির পক্ষ থেকে তিনি স্বাস্থ্য বিভাগের কাছে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মী নিয়োগ এবং অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।
Comments