Image description

দেশে আবারও 'ওয়ান-ইলেভেনের' পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে করা প্রথম পোস্টে তিনি লেখেন, "দেশে আবারও ১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে।" তবে ২৩ মিনিট পর তিনি পোস্টটি আপডেট করে লেখেন, "১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।"

মাহফুজ আলমের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক বিশ্লেষকরা এর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জানুয়ারি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল, যা দেশের রাজনৈতিক ইতিহাসে 'ওয়ান-ইলেভেন' নামে পরিচিত। তৎকালীন রাজনৈতিক সহিংসতার জেরে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং নির্ধারিত নির্বাচন বাতিল করেন। এরপর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, যার প্রধান ছিলেন ড. ফখরুদ্দীন আহমেদ।