Image description

বিয়ের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। বুধবার দুপুরে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ছলারবাপের বাড়িতে তিনি অবস্থান নেন। অভিযুক্ত প্রেমিক মো. ফারুক ওই বাড়ির আব্দুল হাসিমের ছেলে।

ভুক্তভোগী তরুণী জানান, ছয় বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফারুক তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। ফারুক সৌদি আরব চলে যাওয়ার পর মোবাইল ফোনে ভিডিও কলে তাদের যোগাযোগ চলতো। তরুণীর অভিযোগ, ফারুকের অনুরোধে তাদের মধ্যে অন্তরঙ্গ ও খোলামেলা কথোপকথন হতো। দীর্ঘ পাঁচ বছর এভাবে সম্পর্ক চলার পর ফারুক এক সপ্তাহ আগে দেশে ফিরে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

বুধবার ফারুকের বিয়ের খবর জানতে পেরে তিনি তার বাড়িতে এসে অনশনে বসেন এবং ফারুক তাকে বিয়ে না করলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার হুমকি দেন।

স্থানীয় প্রতিবেশী আবদুল কাদের জানান, ছেলেটির পরিবারের লোকজন অনশনরত তরুণী ও তার বড় বোনকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দিয়েছে। তিনি মনে করেন, দ্রুত এই সমস্যার সমাধান হওয়া উচিত।

ফারুকের চাচা মো. হিরন বলেন, তারা পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। চরমার্টিন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সভাপতি তারেক রহমান রকি জানিয়েছেন, শুক্রবার উভয় পক্ষের লোকজনকে নিয়ে বসার তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে কমলনগরের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এখনো কোনো পক্ষ থেকে অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।