
হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের অভ্যন্তরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে বামাই পশ্চিম গ্রামের তিন কিশোর। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ১৭-১৮ সেকেন্ডের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় উঠেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটলেও বুধবার জানাজানি হয়। ভিডিওগুলোতে দেখা যায়, রিয়াদুল (২০), সবুজ (১৯) ও সোহাগ (১৮)-এর হাতে রামদা, চাইনিজ কুড়াল ও লাঠির মতো অস্ত্র নিয়ে উপজেলা পরিষদের শহিদ মিনার ও মাঠে মহড়া। তারা বিভিন্ন অভিনয়ের ভিডিও ধারণ করছে।
অভিযুক্ত সবুজ তার ‘Md Soboj Ahmed’ টিকটক আইডিতে লিখেছে: “কিরে তোদের এলাকাই দিয়া গুইরা আইলাম... অপেক্ষা কর।” সোহাগ ‘Shoagh’ আইডি থেকে লিখেছে: “আপু খুব দয়াল।” রিয়াদুল ‘RK Riyadul Islam’ ফেসবুক আইডিতে লিখেছে: “অপেক্ষা কর।”
রিয়াদুল স্বীকার করেছেন, “অস্ত্র হাতে ভিডিও ধারণ আমাদের ভুল। ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছি।” সবুজ ও সোহাগ মিডিয়ায় কথা বলতে রাজি হননি।
প্রত্যক্ষদর্শী আরমান ও মোজাম্মেল বলেন, “ফুটবল খেলতে গিয়ে অস্ত্র হাতে তাদের দেখেছি। উপজেলা পরিষদের আনসার সদস্য ইয়াহিয়াও দেখেছেন।”
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “এ ধরনের ভীতিকর ভিডিও গুরুতর অপরাধ, মেনে নেওয়া যায় না।”
লাখাই থানার ওসি বন্দে আলী জানান, “অবগত আছি। বিষয়টি দেখছি। চেয়ারম্যানরা অভিযুক্তদের থানায় আনবেন।”
Comments