
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন, "যারা দেশের বিরুদ্ধে কাজ করে চিহ্নিত রাজাকার ও খুনি, তারাই আবার মাথাচাড়া দিয়ে উঠছে।" তিনি বলেন, এই শক্তি নির্বাচনকে বিলম্বিত করতে চায়। বুধবার (১৭ সেপ্টেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামটা এলাকায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, দেশের গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ। তিনি আগামী নির্বাচনে একটি সুন্দর ও সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তার মতে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি অঙ্গীকারবদ্ধ, তাই তারা দ্রুত নির্বাচন চায়।
তিনি বলেন, বিএনপি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং জনগণই তাদের সবচেয়ে বড় শক্তি। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রশংসা করে বলেন, "খালেদা জিয়া আপসহীন নেত্রী। তিনি কারাগারে গিয়েছেন, কিন্তু কারো সঙ্গে আপস করেননি।"
সেলিমা রহমান নান্দাইলের চৌধুরী পরিবারের অবদানের কথা স্মরণ করে বলেন, "আমি খালেদা জিয়ার সঙ্গে এই নান্দাইলে চৌধুরীবাড়িতে এসেছিলাম। এই পরিবার বিএনপির জন্য অনেক কিছু করেছে। তাদের ত্যাগ ভোলার নয়।"
নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
Comments