
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মুখপাত্র আমির মির এই তথ্য নিশ্চিত করেছেন।
ক্রিকবাজের খবর অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দল নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর টিম হোটেল ছেড়েছে। তাদের বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেল ছাড়ার কথা ছিল, কিন্তু তারা এক ঘণ্টা পর মাঠের উদ্দেশে রওনা দিয়েছে।
যেহেতু ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল, তাই এখন এটি এক ঘণ্টা পিছিয়ে রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই ম্যাচে জিতলে পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোরে যাবে।
Comments