Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজিসহ প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ, ব্রাহ্মণখালী ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাজলী, ইমন, কোহেলী, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা। তারা উপজেলার আইঘরটেকপাড়া ও মায়েরবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা।

ওসি তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই হিজড়ারা রূপগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিশেষ করে শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুর বাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। মানবিক দিক বিবেচনা করে এতদিন পুলিশ কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। তবে গত ১৫ সেপ্টেম্বর তারা চাঁদাবাজি করতে গিয়ে প্রবাসীদের গাড়ি আটকে মারধর করে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হলে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জানা গেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক মামলা হয়েছে।

স্থানীয়রা জানায়, এসকল নামধারী হিজড়ারা মূলত পুরুষ। তারা হিজড়া সেজে এশিয়ান হাইওয়ে, ফজুর বাড়ি মোড় সংলগ্ন স্থান ও কাঞ্চন ব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। তাদের মূল টার্গেট বিদেশ থেকে আসা প্রবাসীদের গাড়ি। তারা প্রবাসীদের কাছ থেকে বড় অঙ্কের চাঁদা দাবি করত, দিতে অস্বীকৃতি জানলে হেনস্তা শিকার হতে হতো।