
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সোমবার মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে মহাখালীর আমতলী থেকে গুলশানের দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের দাবি পূরণ না হলেও তারা তাদের কলেজের ‘স্বতন্ত্র কাঠামো’ বজায় রাখার দাবিতে আন্দোলনে নেমেছেন। বেলা সাড়ে ১২টার দিকে অর্ধশতাধিক শিক্ষার্থী কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন বলেন, "আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেছি।"
পুলিশের অনুরোধে প্রথমে রাজি না হলেও, শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা পর সড়ক ছেড়ে উঠে যান। আন্দোলনের একজন শিক্ষার্থী জানান, তাদের দাবি পূরণ না হলে তারা আবারও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
Comments