Image description

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধীনস্থ ফুলতলা বিওপির একটি টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ ভেতরে পূর্ব কোনাগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। 

এসময় মালিকবিহীন অবস্থায় ৩৩ সিএফটি গোল কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১ লাখ ৩২ হাজার টাকা।

এ ব্যাপারে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, জব্দকৃত কাঠ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।