নীলফামারীতে দোকানে মিনি পাম্প স্থাপন ও সড়কে পণ্য, দুই ব্যবসায়ীকে জরিমানা

নীলফামারীর ডিমলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে দোকানে অবৈধ মিনি পাম্প রাখায় ১০ হাজার এবং সড়কে দোকানের পণ্য রাখায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, ডিমলা সদরের বাবুরহাটে অবৈধ পাম্প স্থাপন করায় ব্যবসায়ী নুরুজ্জামান বাবলু এবং খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট বাজারে সড়কে দোকানের পণ্য রাখায় ব্যবসায়ী মোহাম্মদ শাহজাদাকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান জানান, জরিমানার টাকা তাৎক্ষনিক পরিশোধ করেন অর্থদন্ডিত দুই ব্যবসায়ী।
তিনি বলেন, দোকানে মিনি পাম্প বসিয়ে তেল বিক্রি করছিলেন ওই ব্যবসায়ী যা অবৈধ এছাড়া সড়কে দোকানের মালামাল রেখে প্রতিবন্ধতা সৃষ্টি করেছিলেন অপর ব্যবসায়ী।
Comments