
বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন ও পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কর্মসূচির ঘোষণা দেন।
ডা. সৈয়দ আবদুল্লাহ বলেন, “আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারা দেশের জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।” তিনি সতর্ক করে বলেন, সরকার যদি পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দেয়, তবে জামায়াতে ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে।
জামায়াতের ৫ দফা দাবির মধ্যে রয়েছে —১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। ২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।
তিনি আরও বলেন, “বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, গবেষক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে একমত। জনগণের এই দাবি আদায়ে গণআন্দোলনের কোনো বিকল্প নেই।”
উল্লেখ্য, জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি ইসলামী দল গত কয়েক মাস ধরে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে বিএনপি এই দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে।
Comments