
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনের প্রার্থীরা বৃষ্টির মধ্যেও জোরদার প্রচারণা চালাচ্ছেন। সোমবার সকাল থেকেই তাদের বিভিন্ন স্থানে প্রচারণা করতে দেখা যায়।
প্রার্থীরা জানান, ব্যালট নম্বর পাওয়ার পর থেকেই বৃষ্টি শুরু হয়, যার কারণে তারা রোববার প্রচারণা চালাতে পারেননি। সোমবার সকালে আবহাওয়া কিছুটা ভালো থাকলেও, সাড়ে ৯টার পর আবারও বৃষ্টি শুরু হয়। এতে তাদের প্রচারণায় কিছুটা সমস্যা হচ্ছে। বিশেষ করে, আচরণবিধি অনুযায়ী কোনো একাডেমিক ভবনে প্রবেশ করা যাবে না, আর বৃষ্টির কারণে বেশিরভাগ শিক্ষার্থীই এখন একাডেমিক ভবনের ভিতরে অবস্থান করছেন।
প্রার্থীরা বৃষ্টির মধ্যেই টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, সিরাজী ভবন এবং বিভিন্ন একাডেমিক ভবনের পাশের টং দোকান, চায়ের দোকান ও খাবারের হোটেলগুলোতে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন। প্রার্থীদের এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়েছে।
শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, শিক্ষার্থীরা আমাদের দেখে খুবই উচ্ছ্বসিত। আমরা যখন তাদের কাছে যাচ্ছি, তখন তারা তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে ক্যাম্পাসকে কেমন দেখতে চাই, তা জানাচ্ছি। বিশেষ করে ছাত্রীরা খুব আনন্দের সঙ্গে আমাদের গ্রহণ করছেন।
ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, গতকাল সন্ধ্যা থেকে তাদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে তারা হলগুলোতে গণসংযোগ করেছেন। বৃষ্টির কারণে আজ একাডেমিক ভবনের ভেতরে গিয়ে প্রচার চালাতে না পারলেও, তারা আচরণবিধি মেনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়াও পাচ্ছেন।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছেন। আমরা আশা করি সবাই আচরণবিধি মেনে চলবেন। যদি কোনো অভিযোগ পাওয়া যায়, প্রথমে তাদের সতর্ক করা হবে এবং এরপরও আচরণবিধি ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Comments