Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শিক্ষা বিভাগের সেক্রেটারি প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, আগামীর বাংলাদেশ হবে আল কুরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। রোববার (১৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

ড. ইকবাল বলেন, “আল কুরআনের সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রতিটি মুহূর্ত মূল্যায়ন করতে হবে। বৃষ্টির দিনেও আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছি।” তিনি আরও জানান, গত ৫ আগস্টের পর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, তিনি এমপি নির্বাচিত হলে তাদের পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করেন।

জামায়াতের এই নেতা আরও বলেন, “সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জামায়াতে ইসলামী সাধারণ মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।”

গণসংযোগের সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা জামায়াতের দক্ষিণের সেক্রেটারি মো. আসাদুল ইসলাম মোল্লা, ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, যুব বিভাগের সভাপতি মো. রাশেদুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব, মাওলানা মো. শাহিনসহ অসংখ্য নেতাকর্মী।

উল্লেখ্য, ড. ইকবাল হোসাইন ভূঁইয়া সোনারগাঁও আইডিয়াল কলেজের প্রিন্সিপাল এবং সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী।