Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভাঙাচোরা, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন অসহায় তোজাম্মেল-জহুরা দম্পতি। দৈনিক মানবকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে তাদের কষ্টের গল্প প্রকাশের পর মানবিক সংগঠনগুলোর নজরে এসেছে বিষয়টি। ফলে গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি তাদের জন্য টিনের ঘর এবং পয়ঃনিষ্কাশনের জন্য টয়লেট নির্মাণ করে দেন। এই উদ্যোগ মানবকণ্ঠের সংবাদের ইতিবাচক প্রভাবের এক উজ্জ্বল উদাহরণ, যা অসহায় মানুষের জীবনে আলো ছড়িয়েছে।

মানবকণ্ঠের অনলাইন সংস্করণে ‘রায়গঞ্জে অসহায় তোজাম্মেল জহুরা দম্পতির মানবেতর জীবনযাপন’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সারা দেশের মানবিক সংগঠনগুলোকে সচকিত করেছে। এই সংবাদের ফলে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি দম্পতির জরাজীর্ণ ঘরটি পরিদর্শন করেন। কয়েকদিনের মধ্যেই টিন, সিমেন্টের খুঁটি, বাঁশ নিয়ে নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয়েছে। এ সময় লেপ-তোশক, বালিশসহ একটি চৌকিও তাদের হাতে তুলে দেওয়া হয়।

জহুরা বেগম আবেগভরে বলেন, “সংবাদ প্রকাশের পর সানি ভাই আমাদের ঘর দেখতে এসেছিলেন। কয়েকদিনের মধ্যে নতুন ঘর তৈরি হয়ে গেছে। নতুন ঘর পেয়ে আমি অনেক খুশি। এখন শীত বা বর্ষায় আর কষ্ট করতে হবে না। আগে বৃষ্টিতে পানি পড়ত, অনেক কষ্ট হতো। এখন শান্তিতে ঘুমাতে পারব। এত তাড়াতাড়ি সাহায্য পাব বলে কখনো ভাবিনি। সানি ভাই এবং সংগঠনের সবাইকে দোয়া করি।” এর আগেও এই সংগঠনের পক্ষ থেকে তিনি একটি হুইল চেয়ার, স্বাবলম্বী উপকরণ হিসেবে দুটি মা ছাগল এবং বাজার সামগ্রী সহায়তা পেয়েছেন।

প্রতিবেশী আতিকুল ইসলাম বলেন, “জহুরা বেগমের কষ্ট ছিল অসহনীয়। প্রায়ই কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসতেন, কিন্তু বাস্তবে তেমন সহযোগিতা পাননি। মানবকণ্ঠের সংবাদ প্রকাশের পর অবশেষে তিনি নতুন ঘর এবং প্রয়োজনীয় সবকিছু পেয়েছেন। তার খুশিতে আমরাও খুশি। মানবকণ্ঠের মতো গণমাধ্যমের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”

প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি বলেন, “মানবকণ্ঠের সংবাদ আমার নজরে আসার পর দম্পতির ঘরের জায়গাটি পরিদর্শন করি। ঘরের জায়গার মালিক অন্য ব্যক্তি হওয়ায় পাকা ঘর করা সম্ভব হয়নি, তবে বসবাসের উপযোগী টিনের ঘর, পাকা টয়লেট, আসবাবপত্রসহ হুইল চেয়ার এবং স্বাবলম্বী উপকরণ দিয়েছি। আমাদের সংগঠন মোট ১০৬টি আপন নিবাস ঘর উপহার দিয়েছে। মানবকণ্ঠের সংবাদ ছাড়া এমন মানবিক সাহায্য সম্ভব হতো না।”

ঘর উদ্বোধনের সময় স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী, স্বেচ্ছাসেবী রাজু আহমেদ রুবেল, নাজমুল ইসলাম, আরাফাত এবং গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবির উপস্থিত ছিলেন। মানবকণ্ঠের অনলাইন সংস্করণের মাধ্যমে এমন মানবিক গল্প প্রকাশ করে আমরা অসহায় মানুষের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হচ্ছি, যা আমাদের সাংবাদিকতার সবচেয়ে বড় সাফল্য।