Image description

নিজের পেশাগত জীবনের অভিজ্ঞতা থেকে বাধ্য হয়ে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব ভবনে 'ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআইএমএস)' উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন বলেন, 'আমি নিজেও একসময় নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি, যাতে কাজটি সময়মতো হয়। বলেছি, এটা চা-নাশতার টাকা। মানুষ এসব দুর্নীতি থেকে মুক্তি চায়। আপনারা মানুষকে ভালো সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে তার মূল্য দিতেও কার্পণ্য করবে না।'

আইটি খাতে বিদেশ নির্ভরতা ও অন্যান্য বিষয়ে পরামর্শ

বিদেশি হার্ডওয়্যার ও কনসালটেন্ট: তিনি আইটি খাতে বিদেশি হার্ডওয়্যার এবং কনসালটেন্টের ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এতে খরচ বাড়ে এবং কিছু বিদেশি কনসালটেন্টের অসৎ উদ্দেশ্য থাকে।

আইনজীবীদের প্রতি: আইনজীবীদের প্রতি তার পরামর্শ, তারা যেন বাড়তি টাকা আদায়ের জন্য কাজকে জটিল না করে। স্বচ্ছ ও ভালো সেবা দিলে মানুষ স্বচ্ছন্দেই সঠিক পারিশ্রমিক দেবে।

অনলাইন পদ্ধতি: তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন পদ্ধতিকে স্বয়ংক্রিয় করেছে এবং আয়কর আইনজীবীদের প্রশিক্ষণ দিচ্ছে। এই অনলাইনভিত্তিক কার্যক্রম ব্যক্তি ও রাষ্ট্র উভয়ের জন্যই উপকারী।

অন্তর্বর্তী সরকারের লক্ষ্য

অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছু করতে চায়। তাদের নেওয়া উদ্যোগগুলো ভবিষ্যৎ সরকারের জন্যও সহায়ক হবে। তিনি যারা বাইরে থেকে সবকিছু নেতিবাচকভাবে দেখছেন, তাদের হতাশ না হয়ে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি দেখার অনুরোধ করেন।