Image description

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া মৌজার গাওড়া বিলে মাছ চাষে বাধা ও লীজ গ্রহিতার কাছে ২৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পার্শ্ববর্তী গোপালপুর গ্রামে কতিপয় যুবক বিলের লীজ গ্রহিতা রহিদুল ইসলাম এর কাছে ওই টাকা চাঁদা দাবী করা হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী রহিদুল ইসলাম রোববার (১৪সেপ্টেম্বর) বিকেলে বাগমারা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ করেছেন। রহিদুল ইসলাম ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।  

এ সময় রহিদুল ইসলাম বলেন, শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া মৌজায় গাওড়া বিল দুই বছরের জন্য লীজ নেয়া হয়েছে। বিলের জমি মালিকদের কাছ থেকে বিঘা প্রতি চল্লিশ হাজার টাকা করে লিজ গ্রহন করা হয়। এছাড়াও চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের নামে জমি থাকায় বিদ্যালয়ের অংশে মোট তিন লক্ষ্য টাকা প্রদানের চুক্তি হয়। নিয়ম মেনেই বৈধ ভাবেই তিনি বিলে মাছ চাষ আরম্ভ করেছেন। কিন্ত ওই বিলে মাছ চাষে বাধাগ্রস্ত করছেন বাগমারা উপজেলার শেষ অংশ চাঁইপাড়া গ্রামের পার্শ্ববর্তী দূর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের বিএনপি সমর্থিত আনোয়ার হোসেন রকেট এর নেতৃত্বে কাফি, লিটন, জনি, মাসুদসহ অজ্ঞাত কতিপয় যুবক বিলের বাঁধ কেটে দিচ্ছে, জোর পূর্বক মাছ মেরে নিচ্ছে। এছাড়াও বিলে মাছ চাষ করতে হলে ২৭ লক্ষ্য টাকা চাঁদা দাবী করছে বলে সংবাদ সম্মেলনে দাবী করেন বিলের লিজ গ্রহিতা রহিদুল ইসলাম।

যোগাযোগ করা হলে আনোয়ার হোসেন শাহাদত রকেট বলেন, চাঁদা দাবীর বিষয় সঠিক নয়। ওই বিলে আমার জমি রয়েছে। সেই জমির লিজের টাকা আমি চেয়েছি। এছাড়াও ওই বিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকজন জোর করে দখলে রেখেছিল।