
মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জেরে রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে শিবচর বাজারের মূল সড়কে ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব মাদবর শিবচরের চরশ্যামাইল গ্রামের নাছির মাদবরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা রাকিবের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর ফলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু ঢাকা নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহল জোরদার করেছে পুলিশ।
Comments