Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম প্রথমবারের মতো ফেসবুকে পোস্ট দিয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দেওয়া এই পোস্টে তিনি নিজের ফেসবুক আইডি হ্যাকিং ও সাইবার হামলার শিকার হওয়ার কথা উল্লেখ করেন।

পোস্টে তিনি লিখেছেন, ডাকসু নির্বাচনের আগে থেকেই তার ফেসবুক আইডিতে পরিকল্পিত সাইবার হামলা চালানো হয়েছে, যা নির্বাচিত হওয়ার পর আরও বেড়েছে। এর ফলে তার আইডি একাধিকবার স্থগিত (suspend) হয়ে যায়।

সাদিক কায়েম এই ধরনের সাইবার হামলাকে 'ন্যক্কারজনক' আখ্যা দিয়ে বলেন, ব্যক্তিগত মতাদর্শের ভিন্নতার কারণে কাউকে সাইবার আক্রমণ করা একটি অসুস্থ চর্চা। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, যারা আইডি পুনরুদ্ধারে তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন।