Image description

ইসরায়েলের সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। সানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার এই পাল্টা হামলা চালানো হয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর থেকে ইরান-সমর্থিত হুথিরা নিয়মিতভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে।

ইসরায়েলের সেনাবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, দেশের বিভিন্ন অংশে সাইরেন বাজার পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এর আগে বুধবার ইসরায়েল ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানাসহ জওফ প্রদেশের একটি হুথি কমপ্লেক্সে বিমান হামলা চালায়। হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি জানান, সানায় ২৮ জন এবং সৌদি আরবের সীমান্তবর্তী জাওফ প্রদেশে ৭ জন নিহত হয়েছেন। এই হামলায় মোট ১৩১ জন আহত হয়েছেন বলেও তিনি জানান।

গত মাসে সানায় একটি সরকারি সভায় ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাবি, ৯ জন মন্ত্রী এবং দুজন মন্ত্রিসভার কর্মকর্তা নিহত হন।

উল্লেখ্য, গত ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েল ছয়টি দেশের ওপর হামলা চালায়। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন, সিরিয়া, তিউনিশিয়া, লেবানন, কাতার এবং ইয়েমেন। গত সোমবার গাজায় ইসরায়েলি হামলায় ১৫০ জন নিহত এবং ৫৪০ জন আহত হন।