প্রেমের টানে লাখাইয়ে গাজীপুরের প্রেমিকা, বিয়ের দাবিতে অনশন

দীর্ঘ ১০ মাস ফেসবুকে প্রেমের পর প্রেমিক কর্তৃক প্রতারণার শিকার হয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন সুইটি আক্তার সায়মা (১৯) নামে এক প্রেমিকা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের গাছা থানার ফিরোজুল হকের মেয়ে সুইটি আক্তার সায়মা, লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের মো. ফুরুক মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার (২৪) বাড়িতে এসে এই অনশন শুরু করেন।
অনশনকারী প্রেমিকা জানান, ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং একপর্যায়ে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইব্রাহিম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসে। সেখানে তাকে রেখে ইব্রাহিম পালিয়ে যায় এবং তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। এরপর থেকে ইব্রাহিমের সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার ইব্রাহিমের বাড়িতে এসেছেন তিনি।
সুইটি আক্তার সায়মা বলেন, “সে আমাকে নিয়ে দুই দিন ঢাকায় ছিল এবং বিয়ের আশ্বাস দিয়েছিল। আমাদের হোটেলে থাকার প্রমাণ আছে। আমাকে বিয়ে না করলে আমি এখান থেকে যাব না। সে আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার সবকিছু, আমার সম্মান নষ্ট করেছে।”
এ বিষয়ে ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা ইব্রাহিমের সাথে যোগাযোগ করতে পারছেন না, তাই কোনো সমাধানে পৌঁছাতে পারছেন না। তবে, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই, তাই তারা কোনো মন্তব্য করতে পারছেন না।
এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একদিকে প্রেমিকার আকুতি, অন্যদিকে প্রেমিকের পলায়ন—যেন আসিফের সেই গানের মতোই, “প্রেম হইলে হয় কামের উদয়, কাম হলে প্রেম থাকে না সখি তোরা প্রেম করিও না।”
Comments