বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে পানিতে ডুবে মাজেদ আহমদ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং পৌরশহরের কসবা গ্রামের কাঠমিস্ত্রী ইমাম উদ্দিনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্কুলের পাশের একটি পুকুরে আন্তঃক্লাস সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন মাজেদ। সাঁতার কাটার সময় হাঁপিয়ে উঠে তিনি পানির নিচে তলিয়ে যান। সেখান থেকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম উদ্দিন।
মাজেদের অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমেছে।
Comments