Image description

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে চলছে অব্যবস্থাপনা ও দুর্নীতি। এর ফলে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব, আর সাধারণ মানুষ পড়ছে চরম দুর্ভোগে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকায় বাজারে নৈরাজ্য প্রতিষ্ঠা পেয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দোকান বরাদ্দ, হকারদের বসার স্থান, পরিচ্ছন্নতা ও নালা-নর্দমা সংস্কারে কোনো সুপরিকল্পিত উদ্যোগ নেই। বাজারের বড় অংশ প্রভাবশালীদের দখলে চলে গেছে। ব্যবসায়ীদের অভিযোগ, হকারদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় ও বলপ্রয়োগে স্থান দখল চলছে। বাজার ফান্ডের হিসাবে কোনো স্বচ্ছতা নেই।

জনপ্রতিনিধি ও সচেতন মহল বারবার এসব অনিয়ম তুলে ধরলেও কার্যকর ব্যবস্থা নেই। সচেতন মহল আশঙ্কা করছে, দ্রুত পদক্ষেপ না নিলে এই সম্ভাবনাময় বাণিজ্য কেন্দ্র নৈরাজ্যের কেন্দ্রে পরিণত হবে।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, “বাজার সংশ্লিষ্টদের একাধিকবার সতর্ক করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।”