
সিলেটের বিশ্বনাথ পৌর শহরের হরিকলস গ্রামের ব্যাংক কর্মকর্তা মফিজুর রহমান বাবুল (৪৭) নিখোঁজ হওয়ায় মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বাবুল ওসমানীনগরের তাজপুর ন্যাশনাল ব্যাংকে কর্মস্থলে যোগদানের জন্য সিলেট শিববাড়ী পাঠানপাড়ার নিজ বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজের সময় তার পরনে ছিল হ্যাশ কালারের টি-শার্ট, জিন্সের প্যান্ট এবং মুখে সাদা-কালো দাড়ি ছিল।
বাবুলের সম্বন্ধীয় ছেলে মোঃ কামরুজ্জামান (২২) ১১ সেপ্টেম্বর মোগলাবাজার থানায় জিডি (নং ৫১৬) দায়ের করেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও বাবুলের সন্ধান না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান জানান, পুলিশের একটি বিশেষ টিম বাবুলের সন্ধানে কাজ করছে। তিনি বলেন, “আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
পরিবারের পক্ষ থেকে বাবুলের সন্ধানে সহায়তার জন্য গণমাধ্যমে ০১৩১৮-৭০৫৭৫২ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
Comments