Image description

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপান করে মোছাঃ ময়না বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর লাশ হাসপাতালে রেখে তার স্বামী মোঃ হানিফ হাওলাদার পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের একপর্যায়ে ময়না বেগম চাউলের পোকা দমনের ট্যাবলেট সেবন করেন। অসুস্থ হলে স্বামী ও প্রতিবেশীরা তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর হানিফ হাওলাদার লাশ রেখে পালিয়ে যান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে।