Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রাথমিকভাবে বাতিল হওয়া সাতজনের মধ্যে পাঁচজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।

প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে সাগর আহমেদ মিয়া, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক পদে শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক পদে রিচার্স চাকমা এবং কার্যনির্বাহী সদস্য পদে সুজন চন্দ্র। এছাড়া, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ওমর ফারুক সাফীন আজমীর প্রার্থিতা ফিরে পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “তাদের মনোনয়নপত্রে কিছু ত্রুটি ছিল। আপিলের পর নির্বাচন কমিশনের বৈঠকে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।”

প্রাথমিক তালিকায় সাতজনের প্রার্থিতা বাতিল হওয়ার পর চূড়ান্তভাবে বাতিল হয়েছে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি মারুফ হাসান জেমসের প্রার্থিতা।

এ নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদে ২৫৪ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রাথমিক তালিকায় বৈধ প্রার্থীদের মধ্যে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১৬ জন, ক্রীড়া সম্পাদক পদে ৯ জন, সহকারী ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১১ জন, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ৯ জন, মহিলা সম্পাদক পদে ৭ জন, সহকারী মহিলা সম্পাদক পদে ৮ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩ জন, সহকারী তথ্য সম্পাদক পদে ৮ জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০ জন, সহকারী মিডিয়া সম্পাদক পদে ১০ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১০ জন, সহকারী বিজ্ঞান সম্পাদক পদে ৭ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৭ জন, সহকারী বিতর্ক সম্পাদক পদে ৮ জন, পরিবেশ সম্পাদক পদে ১২ জন, সহকারী পরিবেশ সম্পাদক পদে ১৮ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন রয়েছেন।

তফসিল অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে, এবং ফলাফল ঘোষণা করা হবে একই দিন।