Image description

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমে উঠেছে মাসব্যাপী শিল্প পণ্য ও বাণিজ্য মেলা। কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে ট্রাক স্ট্যান্ড এলাকায় চলা এ মেলা ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত। শতাধিক স্টলে বাহারি শোপিস, শিশুদের খেলনা, ইলেকট্রনিকস, ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য, দেশীয় নামিদামি কোম্পানির প্যাভিলিয়ন, গৃহস্থালি সামগ্রী ও খাবারের দোকান রয়েছে।

মেলায় শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, সাম্পান, বেবি ট্রেন, ড্রাগন ট্রেন, জাম্পার, হাতি-ঘোড়া, হানি সিং, স্লিপার ও ভূতের বাড়ির মতো আকর্ষণীয় রাইড। সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয়ের সুযোগে ক্রেতারা উচ্ছ্বসিত। বিক্রেতারা নানা ছাড় ও অফার দিচ্ছেন, যা দর্শনার্থীদের আকর্ষণ আরও বাড়িয়েছে।

মেলায় নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ, মেলা কমিটির নিজস্ব ভলেন্টিয়ার ও সিসিটিভি ক্যামেরার নজরদারি। মেলা কমিটির সভাপতি সরকার আব্দুল আলীম জানান, “প্রথমবারের মতো কালিয়াকৈরে এই মেলার আয়োজন করেছি। লটারি বা হাউজিংয়ের মতো কোনো অনৈতিক কার্যক্রম এখানে নেই। আমরা নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করেছি।”

গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে মেলার শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকার আব্দুল আলীম এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানি।

দর্শনার্থী হালিম, পলি আক্তার, সিমা মন্ডল ও মুক্তা ইসলাম জানান, “কালিয়াকৈরে প্রথমবারের মতো এমন বাণিজ্য মেলা পেয়ে আমরা আনন্দিত। স্বল্প দামে বৈচিত্র্যময় পণ্য ও শিশুদের জন্য রাইডস মেলাকে আরও আকর্ষণীয় করেছে।”

দূর-দূরান্ত থেকে আগত ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মেলা যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে।